শেষ হলো সিরামিক এক্সপো-২০১৯

228

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : সিরামিক শিল্পে আন্তর্জাতিক মান ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রতিশ্রুতি নিয়ে শেষ হলো সিরামিক এক্সপো-২০১৯।
বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বাংলাদেশ সিরামিক এক্সপো আজ শেষ হয়েছে। গত ৫ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে উদ্বোধন করা হয় এ এক্সপো।
এ এক্সপোতে দেশের সিরামিক শিল্পের অগ্রগতি, উন্নয়ন, ক্রমবর্ধমান প্রবৃদ্ধি এবং এ শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠা দক্ষ জনশক্তির উদ্ভাবন তুলে ধরা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ শিল্পের সাথে সংশি¬ষ্ট সহস্রাধিক প্রতিনিধি এ এক্সপোতে অংশগ্রহণ করেন।
সমপানি দিনে এক্সপো’তে অংশগ্রহণ সম্পর্কে এক্স সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাজহার বক্তব্য রাখেন।
এক্সপোতে সর্বমোট ১৮টি দেশের ১২২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। নিজেদের উদ্ভাবনী সব পণ্য নিয়ে এ এক্সপোতে অংশগ্রহণ করে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্স সিরামিকস গ্রুপ।