দেশে বর্তমানে করদাতার সংখ্যা ৩৩ লাখ : অর্থমন্ত্রী

541

সংসদ ভবন, ৩ জুলাই, ২০১৮ (বাসস) : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, কর আদায়ে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের ফলে করদাতার সংখ্যা ৭ লাখ থেকে বর্তমানে ৩৩ লাখে উন্নীত হয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের মুহাম্মদ মিজানুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, সরকারের করবান্ধব বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে জনগণের মধ্যে আগে যে করভীতি ছিল তা কেটে গেছে। মানুষ এখন স্বাচ্ছন্দে কোন ধরনের ঝামেলাহীনভাবে কর আদায় করে থাকে।
তিনি বলেন, সরকারের নানামুখী পদক্ষেপে করদাতা ও কর আদায়ের হার কয়েক গুণ বেড়েছে। বর্তমান সরকারে দায়িত্ব গ্রহণের সময় দেশে করদাতার সংখ্যা ছিল ৭ লাখ, এখন করদাতার সংখ্যা বেড়ে ৩৩ লাখে উন্নীত হয়েছে। এদের বেশির ভাগই নতুন প্রজন্মের করদাতা। নতুন প্রজন্মের মাঝে কর প্রদানের হার ও উৎসাহ অনেক বেড়েছে।
মুহাম্মদ মিজানুর রহমানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত জানান, ২০১৬-১৭ অর্থবছরে আমাদের দেশের জাতীয় আয়ের ৮ দশমিক ৩৩ শতাংশ জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আহরণ থেকে সংযোজিত হয়েছে।