বাজেটে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

543

সংসদ ভবন, ৩ জুলাই, ২০১৮ (বাসস) : চলতি অর্থবছরের বাজেটে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বরাদ্দ রাখা হয়েছে এবং প্রতিষ্ঠানগুলো তা পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি আজ সংসদে তরিকত ফেডারেশনের সদস্য নজিবুল বশর মাইজভান্ডারির এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি সম্পর্কে নিজস্ব মতামত ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, ‘এমপিওভুক্তি ভালো প্রোগাম নয়। এমপিওভুক্তি হলে সামান্য কয়েকজন শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা দেয়া হয়। শিক্ষার উন্নয়নে এটা মোটেই কোনো যথাযথ কার্যক্রম নয়। শিক্ষার উন্নয়নের জন্য অনেক ভালো হচ্ছে ছাত্র উপবৃত্তি। শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষার যে বিভিন্ন উপাদান রয়েছে সেগুলোর জন্য যদি কোনো অর্থ দেয়া যায় তাহলেও অনেক ভালো হয়। শিক্ষার উন্নয়নের জন্য যদি স্কুল ফিডিং-এর ব্যবস্থা করা যায় এটাও অনেক ভালো হবে।’
এমপিওভুক্তিতে যথেষ্ট জালিয়াতি ছিল উল্লেখ করে তিনি বলেন, শিক্ষামন্ত্রী তা অনেক কমিয়ে এনেছেন।