বাসস দেশ-২১ : বাংলা ভাষায় কর্মের মধ্যেই বেঁচে থাকবেন ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু

257

বাসস দেশ-২১
রওশন আরা-স্মরণ সভা
বাংলা ভাষায় কর্মের মধ্যেই বেঁচে থাকবেন ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু
ঢাকা, ৬ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বাংলা ভাষার ও বাংলা ভাষার সমৃদ্ধির জন্য ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু যে অবদান রেখে গেছেন তার সেই কর্মের মধ্যেই তিনি বেঁচে থাকবেন সব সময়। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলা ভাষা থাকবে ততদিন বেচেঁ থাকবেন ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু।
আজ শুক্রবার ধানমন্ডিস্থ প্যারাগন ট্ওায়ারে ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু স্মরণে ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদ ও হৃদয় ৮ ফাল্গুণ আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল¬াহ সিরাজী এসব কথা বলেন।
মরহুমার কন্যা তাহমিনা খাতুনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন ভাষা সৈনিক মতিনের স্ত্রী বেগম গুলবদন্নেছা মনিকা মতিন, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া ও এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
হাবীবুল¬াহ সিরাজী বলেন, মহান ভাষা আন্দোলনে তার অবদান সমগ্র জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বাংলা একাডেমী তার রচিত বই ও জীবনী গ্রন্থ প্রকাশে সকল ব্যবস্থা দ্রুততম সময়ে গ্রহণ করবে।
বেগম গুলবদন্নেছা মনিকা মতিন বলেন, মরনের পর নয়, জীবদ্দশায় সকল ভাষা সৈনিকদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব।
গত ৩ ডিসেম্বর ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু ইন্তেকাল করেন। তিনি ১৯৩২ সালের ১৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।
বাসস/সবি/এমএআর/২০১০/-আসাচৌ