বাসস ক্রীড়া-৬ : টেস্ট অধিনায়কত্ব হারানো নিয়ে ভীত নন আজহার

235

বাসস ক্রীড়া-৬
আজহার-অধিনায়কত্ব
টেস্ট অধিনায়কত্ব হারানো নিয়ে ভীত নন আজহার
লাহোর, ৬ ডিসেম্বর, ২০১৯(বাসস) : টেস্ট দলের নেতৃত্ব হারানো নিয়ে চিন্তিত নন বলে মন্তব্য করেছেন পাকিস্তান টেস্ট অধিনায়ক আজহার আলী।
অস্ট্রেলিয়া সফরে সদ্য শেষ হওয়া দুই টেস্টে হোয়াইটওয়াশ হওয়া সিরিজে ভাগ্য এবং ফর্ম কোনটাই তার পক্ষে ছিল না বলেন তিনি।
দেশে ফিরে আজহার বলেন, ‘অস্ট্রেলিয়া সফরে ফর্ম এবং ভাগ্য কোনটাই আমার পক্ষে ছিল না। ভাল পারফরমেন্সের লক্ষ্যে ছায়া থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। অধিনায়কত্ব হারানো নিয়ে আমি ভীত নই। আমার পরিকল্পনা আমি আরো ভালভাবে বাস্তবায়ন করতে চেষ্টা করবো।’
পাকিস্তানের সাম্প্রতিক সিরিজ পরাজয়ে হতাশা প্রকাশ করলেও ৩৪ বছর বয়সী এ অধিনায়ক দুই ব্যাটসম্যান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের পারফরমেন্সকে দলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন।
আজহার বলেন, ‘অস্ট্রেলিয়ার কাছে সিরিজ খুইয়ে আমরা হতাশ। তবে পুরো প্রস্তুতি নিয়েই আমরা সেখানে গিয়েছিলাম। তারণ্য নির্ভর বোলিং আক্রমন নিয়ে আমাদের ভাল করার একটা সুযোগ ছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে তারা ভাল করতে পারেনি। এমনকি আমাদের ব্যাটিং অর্ডারও ভাল করতে পারেনি। খারাপ খেলার পর অস্ট্রেলিয়ার মাটিতে ঘুড়ে দাঁড়ানোটা অসম্ভব। সিরিজে বাবর ও রিজয়োনের ব্যাটিং পারফরমেন্স ছিল দলের জন্য ইতিবাচক। ’
আজহার জানান, দলে তিনি নতুন একটি এ্যাপ্রোচ আনার চেষ্টা করেছিলেন এবং পারফর্ম করতে না পারলে কেউই দলে থাকতে পারবেনা।
তিনি বলেন, ‘আমি দলে একটি নতুন এ্যাপ্রোচ আনার চেস্টা করেছি। হোক অধিনায়ক কিংবা খেলোয়াড় পারফরমেন্স করতে না পারলে কেউই দলে থাকতে পারবেনা। ইমরান খানই সম্ভবত একমাত্র অধিনায়ক ছিলেন যিনি নিজের পারফরমেন্স বিবেচনা করে খেলোয়াড় নির্বাচন করতেন। আমি ইংল্যান্ডে আবাস গড়ার চেস্টা করছি,খবরটি সত্যি নয়। গত তিন বছর আমার ছেলে ইংল্যান্ডে থেকেছে এবং আমি তাকে দেশে ফেরত আসতে বলেছি। পাকিস্তানেই আমার সব কিছু।’
দীর্ঘ দশ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেট ফেরায় সন্তোস প্রকাশ করেন আজহার। ২০০৯ সালের পর এই প্রথম বার এ মাসেই নিজ মাঠে সফরকারী শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে পাকিস্তান। এ সিরিজ দিয়েই আবারো পাকিস্তানের মাটিতে ফিরতে যাচ্ছে টেস্ট ক্রিকেট।
আজহার বলেন, ‘দীর্ঘ দশ বছর পর আবারো পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেট ফিরতে যাচ্ছে- এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। শ্রীলংকা সিরিজের জন্য দল নির্বাচনের লক্ষ্যে আমরা বৈঠক করেছি। প্রধান নির্বাচক আগামীকাল দল ঘোষণা করবেন।’
বাসস/স্বব/১৭৪৫/এএমটি