বাসস দেশ-২২ : শাহ মগদুমকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর করা হবে

301

বাসস দেশ-২২
শাহজাহান কামাল-শাহ মগদুম
শাহ মগদুমকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর করা হবে
রাজশাহী, ৩ জুলাই, ২০১৮ (বাসস) : আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর করা হচ্ছে শাহ মগদুম বিমান বন্দরকে। উত্তরাঞ্চলের শিল্পায়ন, বাণিজ্যের সুযোগ ও পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে এ বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর করা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল আজ সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শাহ মগদুম বিমান বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন সম্পর্কিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
এ জন্য রুয়েট এর মাধ্যমে সমীক্ষার কাজ পরিচালিত হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বন্দরের উন্নয়নে ৫৫ কোটি টাকার কাজ হাতে নেয়া হয়েছে যার মধ্যে রানওয়ে, সাইট স্ট্রিপ, টেক্সিওয়ে, ও ড্রেনেজ সিস্টেমের আধুনিকায়ন করা হবে। গত অর্থবছরেও এ বন্দরে ১২ কোটি টাকার কাজ হয়েছে।
জেলা প্রশাসক এসএম আবদুল কাদেরের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ইঞ্জিনিয়ার এনামুল হক, আখতার জাহান, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান প্রমুখ।
বাসস/সবি/কেসি/১৮৫৫/কেজিএ