বাসস ক্রীড়া-১৯ : পদত্যাগ করলেন পোল্যান্ডের কোচ

311

বাসস ক্রীড়া-১৯
ফুটবল-বিশ্বকাপ-পোল্যান্ড
পদত্যাগ করলেন পোল্যান্ডের কোচ
ওয়ারশ, ৩ জুলাই ২০১৮ (বাসস/এএফপি) : পোল্যান্ড ফুটবল দলের কোচ এডাম নাওয়ালকা পদত্যাগ করেছেন। রাশিয়া বিশ্বকাপে বাজে পারফমেন্সের কারণে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিযেছে পোল্যান্ড। প্রথম দুই ম্যাচে সেনেগাল ও কলম্বিয়ার কাছে পরাজিত হওয়া দলটি অবশ্য নিজেদের শেষ ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে জাপানের বিপক্ষে।
নাওয়ালকা বলেন, ‘বিশ্বকাপে আমার ওপর আরোপিত দায়িত্ব আমি পরিপূর্ণভাবে পালন করতে পারিনি বলেই মনে করি। যে কারণে আমরা একদিকে যেমন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি তেমনি পূরণ করতে পারিনি সমর্থকদের প্রত্যাশা। এ জন্য আমি নিজেই দায়ী।’
আজ এক সংবাদ সম্মেলনে পোলিশ ফুটবল ফেডারেশনের সভাপতি জবিগনিউ বনিয়েক বলেন, ‘এখন আমরা নতুন একজন কোচের সন্ধান করছি। দলের হয়ে দীর্ঘ ৫ বছর কাজ করার জন্য কোচ নাওয়ালকাকেও ধন্যবাদ জানাচ্ছি।’
২০১৩ সালে পোল্যান্ড দলের প্রধান কোচের দায়িত্ব পাওয়া ৬০ বছর বয়সী নাওয়ালকার নেতৃত্বে পোল্যান্ড ২০১৬ ইউরোর কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল।
বাসস/এএফপি/এমএইচসি/১৮৫০/-স্বব