বাসস ক্রীড়া-৬ : শ্যূটিং-এ বাকির ব্রোঞ্জ

279

বাসস ক্রীড়া-৬
এসএ গেমস-শ্যূটিং-ব্রোঞ্জ
শ্যূটিং-এ বাকির ব্রোঞ্জ
কাঠমান্ডু, ৫ ডিসেম্বর ২০১৯ (বাসস) : ত্রয়োদশ এসএ গেমসে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলসে ব্রোঞ্জ পদক পেয়েছেন বাংলাদেশের কৃতি শ্যূটার আব্দুল্লাহ হেল বাকি। আজ সাডোবাটো শ্যুটিং রেঞ্জে ২২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করেন তিনি।
এই ইভেন্টে ২৪৯.২ পয়েন্ট নিয়ে স্বর্ণ পদক জয় করেছেন ভারতের পংকজ কুমার। তারই স্বদেশী কিরন যাদব ২৪৮.৭ পয়েন্ট নিয়ে জয় করেছেন রৌপ্য পদক।
নিজের পারফর্মেন্সে হতাশ বাকি বলেন, ফাইনালে অনেক সময় চরম চাপ ও বিব্রতবোধ করে শ্যূটাররা। আমার ক্ষেত্রেও সেটি ঘটেছে যা শেষ মুহূর্তে আর কাটিয়ে উঠতে পারিনি। এ সময় সেখানে উপস্থিতি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ সাহেদ রেজা। তিনি বলেন, বাকি ভালই খেলছিল। কিন্তু শেষ মুহূর্তে একটি বাজে শটের কারণে পদক বঞ্চিত হয়েছে সে। এটি স্বাভাবিক। এই প্রতিযোগিতায় এমনটি ঘটতেই পারে।
তবে বাকী ডিসিপ্লিন থেকে বাংলাদেশ স্বর্ণ পদক জয় করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শাহেদ রেজা বলেন, ক্রিকেট, আরচ্যারি, ফেন্সিং ও গলফে বাংলাদেশের ভাল সম্ভাবনা রয়েছে। অ্যাথলেটরা দেশের জন্য আরো স্বর্ণ পদক নিয়ে আসতে সক্ষম হবে।’
বাসস/এমএইচসি/১৯০০/স্বব