বাসস দেশ-২২ : ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল

105

বাসস দেশ-২২
তোফাজ্জল-মৃত্যুবার্ষিকী
ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল
ঢাকা, ৪ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : আগামীকাল ৫ ডিসেম্বর বৃহস্পতিবার কবি, লেখক, সাংবাদিক ও একুশে পদকপ্রাপ্ত ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে আগামীকাল বাদ মাগরিব ধানমন্ডিস্থ সড়ক ২৮ (পুরাতন) ১৫ (নতুন), বাড়ি নম্বর ১৪ র‌্যাংগস্ অরনিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
চাকরিজীবনে তিনি তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন।
তিনি বিশ্বব্যাংক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, বিআইডিএস ও বাংলা একাডেমির ফেলো ছিলেন।
তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভাষাসৈনিক সম্মাননা, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, পদক্ষেপ ও পদাতিক-এর সম্মাননা ছাড়াও ঋষিজ পদক ও একুশে পদক- ২০১৩ পেয়েছেন।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ- ‘হৃদয় রক্তরাগে’, ‘একুশ ভুবনময়’, ‘নতুন যুগের ভোরে’, ‘কবিতাসমগ্র’ কাব্যগ্রন্থসহ আরো বেশ কয়েকটি গবেষণাধর্মী গ্রন্থের (জনসংখ্যা বিস্ফোরণ ও আগামী পৃথিবী, শিশু : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষাপট, বিপন্ন পৃথিবী বিপন্ন জনপদ, কাশ্মীর : ইতিহাস কথা কয়, সাফল্যের সন্ধানে, জাতিসংঘ, লিন্ডন জনসন)।
ক্রীড়া, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতাসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে ছয় দশক ধরে তাঁর বলিষ্ঠ পদচারণা ছিল।
তিনি ১৯৩৫ সালে ৯ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন।
বাসস/সবি/এমএমবি/১৮০০/কেজিএ