বাজিস-১০ : হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনকালে ৫টি ড্রেজার মেশিন ধ্বংস

451

বাজিস-১০
হবিগঞ্জ-বালু উত্তোলন
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনকালে ৫টি ড্রেজার মেশিন ধ্বংস
হবিগঞ্জ, ৩ ডিসেম্বর ২০১৯ (বাসস): জেলার চুনারুঘাট উপজেলার শানখোলা ইউনিয়নের পানছড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ টি ড্রেজার মেশিন ধ্বংস করে এবং প্রায় তিনশ’ মিটার বালু উত্তোলনের পাইপ নষ্ট করা হয়েছে।
এছাড়াও বালু উত্তোলনের কাজে আটক দুইব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একমাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে চুনারুঘাটের সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতিমা এ আদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতিমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় আ. সালাম (৪৫) ও আকছির মিয়া (২৫) কে আটক করা হয় এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি ড্রেজার মেশিন ও প্রায় তিনশ’ মিটার পাইপ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে আদালত দু’জনের প্রত্যেককে একমাস বিনাশ্রম কারাদন্ড দেন।
সহকারী কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতিমা জানান, দন্ডিত দুই আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/২০২১/এমকে