ফিলিপাইনে টাইফুন কামুরি আঘাত হেনেছে

320

ম্যানিলা,৩ ডিসেম্বর,২০১৯ (বাসস ডেস্ক): টাইফুন কামুরি প্রবল ঝড় ও বৃষ্টিসহ ফিলিপাইনে মঙ্গলবার আঘাত হেনেছে।হাজার হাজার লোক আশ্রয় কেন্দ্রে উঠেছে। নিরাপত্তার জন্য রাজধানী ম্যানিলার আন্তর্জাতিক বিমান বন্দর বন্ধ করে দেয়া হয়েছে।
সোমবার দিনের শেষদিকে আঘাত হানা এই ঝড়ে বাড়িঘরের দরোজা,জানালা ও ছাদ উড়ে গেছে। ম্যানিলার দক্ষিণাঞ্চল দিয়ে ঝড়টি উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। ম্যানিলায় ১৩ মিলিয়ন লোক বসবাস করে। দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমস এ অংশ নিতে কয়েক হাজার এ্যাথলেটস এখানে অবস্থান করছেন।
আবহাওয়াবিদরা বলেছেন, ঝড়টি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে,ঝড়ের গতি ঘন্টায় ১৫৫ কিলোমিটার যা দমকা আকারে ঘন্টায় ২৩৫কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছে।
নগরীর দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা লুসিথো মেনডোজা বলেন, আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছি,তবে এই ক্ষয়ক্ষতি গুরুতর মনে হচ্ছে। এই ঝড়ের কারণে বিকল অঞ্চল থেকে ৩লাখ ৪০ হাজার লোক নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।