বাজিস-১৩ : বগুড়ায় ১২ লাখ ৩৫ হাজার ৭৩৮ মেট্রিক টন আলু চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ

470

বাজিস-১৩
বগুড়া-আলু চাষ
বগুড়ায় ১২ লাখ ৩৫ হাজার ৭৩৮ মেট্রিক টন আলু চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ
বগুড়া, ২ ডিসেম্বর ২০১৯ (বাসস) : চলতি বছর জেলায় ৫৫ হাজার হেক্টর জমিতে সাড়ে ১২ লাখ ৩৫ হাজার ৭৩৮ মেট্রিক টন আলু চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কাসেম আযাদ বলেন, বিগত ২০১৮ মৌসুমে ৬৫ হাজার ৪৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং ফলন পাওয়া গিয়েছিল ১৩ লাখ মেট্রিক টন।এবার আবহাওয়া অনুকুল থাকায় উৎপাদন ভাল হবে। এছাড়া এবার বৃষ্টিপাত বেশি হওয়ায় মাটিতে রস আছে যা আলু চাষের উপযোগী। আর এ কারণে আলুর উৎপাদন বেশি হবে।
তিনি জানান, সোমবার পর্যন্ত জেলায় ৬৫ শতাংশ জমির আমন ধান কাটা হয়েছে। যে জমিতে আমন ধান উঠছে সেই জমিতে আলু চাষ শুরু হয়েছে। জেলার কৃষকরা জেলার কোথাও আগাম চাষ করা জমির আলু তুলছেন, কোথাও আলুর গাছের পরিচর্যা করছেন, আবার কোথাও ক্ষেত আলু রোপণের উপযোগী করে বীজ বপন করছেন। আবার সদ্য আমন ধান কাটা জমিতে আলু বীজ বপনের জন্য আলু রোপণের বেড তৈরী করা হচ্ছে। এছাড়াও, আলু ক্ষেতে জৈব সার ব্যবহারে আলুর উৎপাদনও বাড়বে বলেও তিনি উল্লেখ করেন।
চলতি বছর আলুর উৎপাদন ১৩ লাখ মেট্রিক টনের কাছকাছি পৌঁছে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাসস/সংবাদদাতা/২১২৫/-এমকে