জয়পুরহাটে আগাম জাতের আলু চাষে লাভবান কৃষকরা

559

জয়পুরহাট, ১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় আগাম জাতের আলু চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। বাজারে আসতে শুরু করেছে নতুন আলু। ভালো দাম পেয়ে খুশি বলে জানালেন কৃষকরা।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, কৃষকরা এখন শীতের সকালে শিশির ভেজা মাঠে আগাম জাতের আলু তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগাম জাতের ক্যারেজ আলু চাষ করে বিঘা প্রতি ২০/২৫ মণ ফলন পাওয়া যাচ্ছে বলে জানান পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের চাষী সম্ভু চন্দ্র। আগাম জাতের আলুতে ভালো লাভ পাওয়া যায় এ জন্য প্রতি বছরের মতো এবারও দুই বিঘা জমিতে আগাম জাতের ক্যারেজ আলু চাষ করেছেন বলে জানান। বর্তমান বাজারে এক হাজার ৬শ’ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত প্রতি মণ আলু বিক্রি করতে পারায় খুশি বলেও জানান কৃষক সম্ভু চন্দ্র । খুচরা বাজারে ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে নতুন আলু।
আগাম জাতের আলু ওঠার পরবর্তি সময়ে ২য় দফায় আলু চাষ করার সময় বিঘা প্রতি ৫০/৫৫ মণ আলু উৎপাদন হয়ে থাকে। এ সময় কিছুটা আলু বাজার দর কম থাকলেও অতিরিক্ত ফলনের কারণে তাতে কৃষকদের লোকসান হয় না। জেলায় এবার ১ হাজার ৩৫০ হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হয়েছে বলে জানান স্থানিয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শ.ম মেসবাহুল বারী।