হবিগঞ্জের লাখাইয়ে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

476

হবিগঞ্জ, ২৮ নভেম্বর ২০১৯ (বাসস): জেলার লাখাই উপজেলায় আজ সাড়ে চারশ’ কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের প্রনোদনা কর্মসূচির আওতায় ২০১৯-২০ মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকরা সরিষা, ভুট্টা, শীতকালীন মুগডাল ও সূর্যমুখী চাষের জন্য এই সার ও বীজ পেয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে কৃষি অধিদপ্তর আয়োজিত সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. শাহীনা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবীব প্রমুখ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে ৪৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষককে সরিষা, ভূট্টা, মুগডাল, সূর্যমুখী বীজ ও ডিএপি এবং এমওপি সার বিতরণ করা হয়। এসব বিতরণে ব্যয় হয়েছে সর্বমোট চারলাখ ৯৫ হাজার ৬শ’ টাকা।