বাসস ক্রীড়া-৭ : কোয়ার্টার ফাইনালের আগে কাভানির ইনজুরি নিয়ে শঙ্কা

218

বাসস ক্রীড়া-৭
ফুটবল-বিশ্বকাপ
কোয়ার্টার ফাইনালের আগে কাভানির ইনজুরি নিয়ে শঙ্কা
মস্কো, ৩ জুলাই, ২০১৮ (বাসস) : উরুগুয়ে ও ফ্রান্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে রাশিয়া বিশ^কাপে শেষ আটের লড়াই। প্রথম ম্যাচে মাঠে নামছে উরুগুয়ে ও ফ্রান্স। কিন্তু এই ম্যাচের আগে উরুগুয়ের তারকা এডিনসন কাভানির কাফ ইনজুরি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ব্যথা অনুভব করলেও স্ক্যান রিপোর্টে অবশ্য পেশীর কোন ক্ষতিকর দিক ধরা পড়েনি।
পর্তুগালের বিপক্ষে শেষ ১৬’র ম্যাচে ২-১ গোলে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে উরুগুয়ে। ম্যাচে দুটি গোলই করেছেন কাভানি। কিন্তু দ্বিতীয় গোল করার সাথে সাথে ইনজুরি নিয়ে মাঠ ত্যাগ করেন তারকা এই ফরোয়ার্ড। ঐ ম্যাচের পরপরই কোচ ওস্কার তাবারেজ জানিয়েছিলেন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর আগে কাভানির সুস্থ হয়ে ওঠা নিয়ে শঙ্কা রয়েছে। তবে এসাসিয়েশন অব উরুগুয়ে ডি ফুটবলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাম পায়ের পেশীতে যে ইনজুরি ধরা পড়েছে তাতে কোন গুরুতর কিছু নেই। তারপরেও এখনই নিশ্চিত হয়ে কিছুই বলা যাচ্ছেনা। ব্যাথার কারনেই পর্তুগালের বিপক্ষে পুরো ম্যাচ খেলা সম্ভব হয়নি।
বাসস/নীহা/১০১০/স্বব