বাসস ক্রীড়া-৬ : রড্রিগুয়েজের ইনজুরি গুরুতর নয় : পেকারম্যান

197

বাসস ক্রীড়া-৬
ফুটবল-বিশ্বকাপ
রড্রিগুয়েজের ইনজুরি গুরুতর নয় : পেকারম্যান
সোচি, ৩ জুলাই, ২০১৮ (বাসস) : কলম্বিয়ান কোচ হোসে পেকারম্যান জানিয়েছেন মিডফিল্ডার হামেস রড্রিগুয়েজের ইনজুরি ততটা গুরুতর নয়। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ১৬’র ম্যাচে তিনি ফিট হয়ে দলে ফিরবেন বলেই আশা করছেন পেকারম্যান।
মস্কোতে নক আউট পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকান দলটি। কিন্তু গত সপ্তাহে সেনেগালের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচটিতে কাফ ইনজুরিতে পড়া হামেসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি। গণমাধ্যমের কাছে পেকারম্যান বলেছেন, ‘মেডিকেল পরীক্ষার পরে আমাদের কাছে ভাল খবর আছে। এমআরআই স্ক্যানের পরে রিপোর্টের ফলাফলে জানা গেছে তার ইনজুরি গুরুতর নয়। এখনো আমাদের সামনে পুরো একদিন আছে। এর মধ্যে সে কতটুকু সুস্থ হয়ে উঠতে পারে তার ওপরই তার খেলা নির্ভর করছে।
২০১৪ সালে ৬ গোল করে গোল্ডেন বুট পাওয়া ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার রাশিয়ায় প্রথম ম্যাচে বদলী হিসেবে নেমেছিলেন। এরপর পোল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। শেষ পর্যন্ত হামেসের খেলা না হলে তার স্থানে আবারো সেভিয়ার লুইস মুরিয়েলের ওপরই আস্থা রাখবেন পেকারম্যান।
বাসস/নীহা/১০০৫/স্বব