নোয়াখালীতে তিনটি চায়নিজ রেস্টুরেন্টকে জরিমানা

471

নোয়াখালী, ২৭ নভেম্বর, ২০১৯ (বাসস): জেলা শহরের মাইজদিতে আজ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে খাবার তৈরির অভিযোগে তিনটি চায়নিজ রেষ্টুরেন্টকে ৫১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রোকনুজ্জামান খানের নেতৃত্বে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রোকনুজ্জামান খান জানান, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে খাবার তৈরির অভিযোগে জেলার মাইজদীর রোমাঞ্চিয়া চাইনিজ রেষ্টুরেন্টকে ২৫ হাজার টাকা, শ্বশুরবাড়ী চাইনিজ রেষ্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং মাম্মা মিয়া চাইনিজ রেষ্টুরেন্টকে ছয়হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এবং সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।