মুজিব বর্ষ উপলক্ষে ঢাকায় ১৮-২১ মার্চ জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

323

ঢাকা, ২৬ নভেম্বর ২০১৯ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে‘জলবায়ু পরিবর্তন ও দক্ষিণ এশিয়ায় খাদ্য নিরাপত্তা’ শীর্ষক ৪-দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন আগামী ১৮-২১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
আজ এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলনের উদ্বোধন করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ব আবহাওয়া সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থা এবং জাতিসংঘ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনেতিক ও সামাজিক কমিশনের যৌথ উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এএইচএম মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সম্মেলনে দেশ-বিদেশের ২ শতাধিক বিজ্ঞানী ও গবেষক অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।