চতুর্থ বদলী খেলোয়াড় নামিয়ে ইতিহাস গড়ল রাশিয়া

585

মস্কো, ২ জুলাই, ২০১৮ (বাসস) : স্পেনের বিপক্ষে শেষ ষোল ম্যাচের অতিরিক্ত সময়ে চতুর্থ বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে বিশ্বকাপের ইতিহাস বইয়ে জায়গা করে নিয়েছেন রাশিয়ার মিডফিল্ডার আলেক্সান্ডার এরোখিন।
১-১ গোলে অমীমাংসিত থাকা ম্যাচটির অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে রাশিয়ার কোচ স্তানিসলাভ চেরচেসভ ফিফার নতুন রুলিংয়ের সুযোগকে কাজে লাগিয়ে চতুর্থ বদলী খেলোয়াড় ব্যবহার করেন। রুলিংয়ে বলা আছে, কোন খেলা অতিরিক্ত ৩০ মিনিটে গড়ালে প্রতিদ্বন্দ্বি দলগুলো চতুর্থ বদলী খেলোয়াড় মাঠে নামাতে পারবে।
জেনিথের ফুটবলার এরোখিন স্প্যানিশদের আক্রমণ ঠেকাতে ডালের কুজিয়ায়েভের বদলী হিসেবে মাঠে প্রবেশ করেন।