দেশের ১,৮৪,৯৬১ জন বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা পাচ্ছেন : মোজাম্মেল হক

414

সংসদ ভবন, ২ জুলাই, ২০১৮ (বাসস) : বর্তমানে দেশের ১ লাখ ৮৪ হাজার ৯৬১ জন বীর মুক্তিযোদ্ধাকে মাসিক ১০ হাজার টাকা হারে সম্মানি ভাতা প্রদান করা হচ্ছে।
আজ সংসদে জাতীয় পার্টির সদস্য বেগম রওশন আরা মান্নানের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এ কথা জানান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের বর্তমান সরকার স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ৯শ’ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকায় উন্নীত করেছে। ২০০৮-০৯ অর্থবছরে সম্মানি ভাতা ছিল ৯শ’ টাকা। ওই সময় ভাতাভোগী মুক্তিযোদ্ধা ছিলেন ১ লাখ। ২০১৭-১৮ অর্থবছরের ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ভাতাভোগী বেড়ে হয় ১ লাখ ৮৪ হাজার ৯৬১ জন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ২০১৭-১৮ অর্থবছর থেকে প্রত্যেক সাধারণ মুক্তিযোদ্ধাকে বছরে ১০ হাজার টাকা করে দু’টি উৎসব ভাতা প্রদান করা হচ্ছে। চলতি অর্থবছর থেকে ৫ হাজার টাকা হারে বিজয় দিবস ভাতা এবং ২ হাজার টাকা বাংলা নববর্ষ ভাতা প্রদান করা হবে।