বাসস দেশ-৪২ (প্রথম কিস্তি) : রোহিঙ্গা সংকট নিরসনে চীন অনন্য ভূমিকা পালন করছে : দূত

445

বাসস দেশ-৪২ (প্রথম কিস্তি)
রোহিঙ্গা-চীন
রোহিঙ্গা সংকট নিরসনে চীন অনন্য ভূমিকা পালন করছে : দূত
ঢাকা, ২৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত লি জিমিং আজ বলেছেন, রোহিঙ্গা সংকটের একটা টেকসই সমাধান খুঁজে বের করতে বেইজিং অনন্য ভূমিকা পালন করছে। কারণ এ ব্যাপারে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি তার দেশ শেয়ার করে।
তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটের চূড়ান্ত সমাধানের ব্যাপারে চীন সর্বদা মিয়ানমারকে রাজী করানোর চেষ্টা করে। কারণ এতে উভয় দেশ লাভবান হবে (বাংলাদেশ ও মিয়ানমার) এবং আমি মনে করি এক সময় রোহিঙ্গা সমস্যার নিস্পত্তি ঘটবে।’
চীনা দূত বলেন, চীন তার ঐতিহ্যবাহী বন্ধু দেশ বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে এই সংকটের সমাধানে অবদান রাখছে, কাজ করছে। বেইজিং এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে এবং আশু প্রত্যাবাসনে সম্ভব সকল ধরনের সহায়তা করবে।
একই সঙ্গে তিনি একথাও বলেন, বাংলাদেশের ন্যায় মিয়ানমারও একটি সার্বভৌম দেশ, অতএব কি করতে হবে সে ব্যাপারে মিয়ানমারকে সবক দেয়ার কোন অধিকার চীনের নেই।
আজ জাতীয় প্রেসক্লাবে ‘ফাইন্ডিং ওয়ে টু পিসফুল রিপেট্রিয়েশন অব রোহিঙ্গা’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে চীনা রাষ্ট্রদূত এ কথা বলেন।
চলবে-বাসস/টিএ/অনুবাদ-জেহক/২১৩৫/কেএমকে