বাসস দেশ-১১ : সাংবাদিক আনিস আহমেদ মারা গেছেন

169

বাসস দেশ-১১
আনিস আহমেদ – ইন্তেকাল
সাংবাদিক আনিস আহমেদ মারা গেছেন
ঢাকা, ২ জুলাই, ২০১৮ (বাসস) : ডেইলি অবজারভারের নির্বাহী সম্পাদক ও বার্তা সংস্থা রয়টার্সের সাবেক ঢাকা ব্যুরো প্রধান সাংবাদিক আনিস আহমেদ আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
তিনি স্ত্রী, এক মেয়ে ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আনিস আহমেদ সত্তরের দশকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সহ-সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং একই সময়ে রয়টার্সের ঢাকা ব্যুরো প্রধান হিসেবে যোগদান করেন।
তার সর্বশেষ কর্মস্থল ছিল ডেইলি অবজারভার। গতকাল রোববারও তিনি তার অফিসে কর্মরত ছিলেন।
রয়টার্স থেকে অবসর গ্রহণের পর ডেইলি স্টারে যোগদান করেন। তিনি এশিয়ান এইজে’র সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
আনিস আহমেদের প্রথম নামাজে জানাজা বাদ যোহর রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ মরহুমের বিপুলসংখ্যক সহকর্মী ও শুভান্যুধায়ী অংশ গ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহবাজপুর গ্রামে তার পারিবারিক কবরস্থানে আজ বাদ মাগরিব আনিস আহমেদের লাশ দাফন করা হবে।
আনিস আহমেদের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
এ ছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী আনিস আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বাসস/এসএএইচ/এআর/এমএএস/১৮০৫/এএএ