দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৩০ হাজার ৩৯০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

502

যশোর, ২৩ নভেম্বর, ২০১৯ (বাসস): দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় চলতি মওসুমে ৩০ হাজার ৩৯০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।জেলাগুলো হচ্ছে-যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর।এ বছর পেঁয়াজের মূল্য বেশি পাওয়ায় এ অঞ্চলের কৃষকরা গতবারের তুলনায় বেশি জমিতে পেঁয়াজ চাষ করছেন বলে কৃষি বিভাগ ও কৃষক সূত্রে জানা গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মওসুমে যশোর জেলায় ১ হাজার ৫শ’ হেক্টর জমিতে, ঝিনাইদহ জেলায় ৯ হাজার ২০ হেক্টর জমিতে,মাগুরা জেলায় ৬ হাজার ৫শ’ ১০ হেক্টর জমিতে, কুষ্টিয়া জেলায় ১১ হাজার ২শ’ ৫০ হেক্টর জমিতে, চুয়াডাঙ্গা জেলায় ৬শ’ ১০ হেক্টর জমিতে এবং মেহেরপুর জেলায় ১ হাজার ৫শ’ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে বীজ বপণের মধ্য দিয়ে শুরু হওয়া পেঁয়াজ আবাদের মওসুম চলবে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। আগামি ১৫দিনের মধ্যে মুড়িকাটা জাতের পেঁয়াজ বাজারে উঠতে শুরু করবে বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
যশোর সদর উপজেলার সাতমাইল গ্রামের কৃষক সাহাদাত হোসেন, মাহিদিয়া গ্রামের মোফাজ্জেল হোসেন, আলমনগর গ্রামের হেলালউদ্দিন, বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের কৃষক আব্দুস সাত্তার বলেন, এবছর তারা গতবারের চেয়ে এক থেকে দু’বিঘা বেশি জমিতে পেঁয়াজ চাষ করার প্রস্তুতি সম্পন্ন করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মো: এমদাদ হোসেন শেখ জানান, নতুন পেঁয়াজ বাজারে আসলে দাম অনেকটা কমে আসবে।এবার দাম বেশি থাকায় কৃষকরা পেঁয়াজ চাষে ঝুঁকছেন।গতবছর এ জেলায় পেঁয়াজ চাষ হয়েছিল ১হাজার ২শ’৫০ হেক্টর জমিতে। চলতি মওসুমে গতবারের চেয়ে ২শ’৫০ হেক্টর বেশি জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক সুধেন্দু শেখর মালাকার জানান, এ অঞ্চলের ৬ জেলার কৃষকরা এখন
পেঁয়াজ আবাদে ব্যস্ত সময় পার করছেন।পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের প্রশিক্ষণসহ পরামর্শ দেয়া হচ্ছে। কৃষকরা আগ্রহ সহকারে পেঁয়াজ চাষ করছেন।আবহাওয়া অনুকূলে থাকলে পেঁয়াজের বাম্পার ফলন হবে বলে তিনি জানান।