গোলাপি বলের টেস্টে ১০৬ রানে অলআউট বাংলাদেশ

341

কলকাতা, ২২ নভেম্বর, ২০১৯ (বাসস) : ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে স্বাগতিক দলের পেস তোপে মাত্র ১০৬ রানেই অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। ভারতীয় বোলারদের তোপে সন্ধ্যা নামার আগেই ৩০ দশমিক ৩ ওভারে গুটিয়ে যায় বাংলাদেশ।
কলকাতার ইডেন গার্ডেন্সে গোলাপি বলে প্রথমে ব্যাট হাতে নেমে দেখেশুনেই খেলছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাস ও ইমরুল কায়েস। ৬ ওভার পর্যন্ত অবিচ্ছিন্নই ছিলেন তারা। তবে সপ্তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ৪ আউট হন ইমরুল। ৪
দলীয় ১৫ রানে প্রথম উইকেট পতনের পর বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধস নামে। ৬০ রানের মধ্যে ছয় ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরেন। অধিনায়ক মোমিনুল হক-মোহাম্মদ মিথুন-মুশফিকুর রহিম শূন্য রান করে ফিরেন। সাদমান ২৯ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৬ রান করে আউট হন।
নৈশ ভোজ বিরতির আগে ২৪ রানে আহত অবসর নেন লিটন দাস। পরবর্তীতে আর ব্যাট হাতে নামতে পারেননি তিনি। তার পরিবর্তে ‘কনকাশন সাব’ হিসেবে খেলতে নেমে ৮ রান করেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া নাইম হাসান ১৯, এবাদত হোসেন ১, আবু জায়েদ শূন্য রানে আউট হন। আল-আমিন ১ রানে অপরাজিত থাকেন।
বল হাতে ভারতের ইশান্ত শর্মা ২২ রানে ৫ উইকেট নেন। এছাড়া উমেশ যাদব ৩টি ও মোহাম্মদ সামি ২টি উইকেট নেন।
টেস্ট ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট খেলছে বাংলাদেশ ও ভারত।