বাসস বিদেশ-৬ : হেলিকপ্টারে করে অপরাধী পালানোর কারণ হতে পারে কারাগারের ত্রুটিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা : ফরাসি মন্ত্রী

220

বাসস বিদেশ-৬
ফ্রান্স-অপরাধ
হেলিকপ্টারে করে অপরাধী পালানোর কারণ হতে পারে কারাগারের ত্রুটিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা : ফরাসি মন্ত্রী
প্যারিস, ২ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : ফরাসি সরকার কুখ্যাত অপরাধীর হেলিকপ্টারে করে পালানোর জন্য কারাগারের সম্ভাব্য ত্রুটিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থাকে চিহ্নিত করেছে। খবর এএফপি’র।
দেশটির বিচার মন্ত্রী নিকোল ব্লুবেট ইউরোপ ওয়ান রেডিওকে বলেন, তিনি ঘটনা তদন্তে ওই কারাগারে একটি দল পাঠিয়েছেন। তিনি বলেন, যদি কারা নিরাপত্তায় ত্রুটি থাকে তবে আমারা তা সংশোধন করবো।
সোমবার সিনেমাটিক কায়দায় জেলখানার ভেতর থেকে ডাকাতির মামলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী রিদোয়ান ফাইদ তার সশস্ত্র দুই সহযোগীর সহায়তায় হেলিকপ্টারে করে পালিয়ে যায়। এ কাজে তাদের সময় লাগে মাত্র কয়েকমিনিট।
রাজধানী প্যারিস থেকে ৬০ কিলোমিটার দূরে ফাইদের পালিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হেলিক্যাপ্টারটি পাওয়া যায়।
বাসস/এসই/৫-১০/জুনা