ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সময়োচিত সেনা পদক্ষেপের প্রশংসা রিভ্যুলিউশনারি গার্ডের

219

তেহরান, ২১ নভেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক): ইরানের রিভ্যুলিউশনারি গার্ড বৃহস্পতিবার দাঙ্গাকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর সময়োচিত পদক্ষেপের প্রশংসা করে বলেছে, কয়েকদিনের অস্থিরতা শেষে শান্তি ফিরে এসেছে।
পেট্রোলের মূল্য সর্বোচ্চ দুশো শতাংশ বাড়ানোর প্রতিবাদে গত ১৫ নভেম্বর থেকে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।
গার্ডের এক বিবৃতিতে বলা হয়, পেট্রোলের মূল্য বাড়ানোর কারণে ইরানের কমপক্ষে একশ শহরে ছোট বড় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এতে আরো বলা হয়, সশস্ত্র বাহিনীর সময় মতো পদক্ষেপের কারণে কোথাও ২৪ ঘন্টার মধ্যে আবার কোথাও ৭২ ঘন্টার মধ্যে এসব বিক্ষোভ দমন করা হয়।
এছাড়া দাঙ্গাবাজ নেতাদের গ্রেফতারের কারণেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে গার্ডের বিবৃতিতে উল্লেখ করা হয়।
গার্ডের গোয়েন্দা ইউনিট তেহরান, আলবর্জ ও শিরাজ নগরী থেকে এসব নেতাকে গ্রেফতার করে।