ঢাবিতে সাইকোলজি ফেস্ট উদযাপিত

359

ঢাকা, ২১ নভেম্বর ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ইন্ড্রাস্ট্রিয়াল-অর্গানাইজেশনাল সাইকোলজি ফেস্ট’ উদযাপিত হয়েছে।
আজ ঢাবি মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে আর সি মজুমদার মিলনায়তনে ‘ইন্ড্রাস্ট্রিয়াল-অর্গানাইজেশনাল সাইকোলজি ফেস্ট-২০১৯’ উদযাপিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন।
মনোবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মাহফুজা খানমের সভাপতিতে¦ এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ভূটান দূতাবাসের কূটনীতিবিদ মি. ডোমাং, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
অনুষ্ঠানে মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং ইন্ড্রাস্ট্রিয়াল-অর্গানাইজেশনাল সাইকোলজি’র সমন্বয়ক মো. সেলিম হোসেন একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের মনোস্তাত্ত্বিক বিষয়গুলোর দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকের মধ্যে বিরাজমান সম্পর্কের আরও মজবুত ও মধুর করতে হবে।
উৎসবে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।