বাজিস-১১ : ফেনীতে রেজিষ্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতিত এন্টিবায়োটিক বিক্রি না করার শপথ

231

বাজিস-১১
ফেনী- এন্টিবায়োটিক
ফেনীতে রেজিষ্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতিত এন্টিবায়োটিক বিক্রি না করার শপথ
ফেনী, ২০ নভেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় রেজিষ্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতিত এন্টিবায়োটিক ওষুধ বিক্রি না করার শপথ গ্রহণ করেছেন ফার্মাসিস্ট ও পল্লী চিকিৎসকরা।
এন্টিবায়োটিক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিভিল সার্জন অফিস আয়োজিত এক আলোচনাসভায় তারা এ শপথ গ্রহন করেন।
আজ বুধবার বিকালে সিভিল সার্জনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শপথ পাঠ করান।
ফেনীর সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামানের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মো. আজিজুর রহমান মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী জেনারেল হাসপাতালের মেডিকেল কনসালটেন্ট ডা. রাজীব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সভাপতি নাছিরউদ্দিন মিলন প্রমুখ।
এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা মো. শাহজালাল মোহন।
এরআগে, এন্টিবায়োটিক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিকালে অনুষ্ঠিত র‌্যালীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বাসস/সংবাদদাতা/১৯৪৮/এমকে