বাসস দেশ-৪ : ১ জুলাই থেকে উচ্চ মাধ্যমিকের ৩টি বই বাজারজাতকরণ শুরু

164

বাসস দেশ-৪
উচ্চ মাধ্যমিক-বই
১ জুলাই থেকে উচ্চ মাধ্যমিকের ৩টি বই বাজারজাতকরণ শুরু
ঢাকা, ২ জুলাই, ২০১৮ (বাসস) : উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ৩টি বইয়ের বাজারজাতকরণ কার্যক্রম ১ জুলাই, রোববার থেকে শুরু হয়েছে।
বইগুলো হল বাংলা সাহিত্যপাঠ, বাংলা সহপাঠ ও ইংলিশ ফর টু ডে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে এ বইগুলোর বাজারজাতকরণের উদ্বোধন করেন।
এনসিটিবি’র চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা বাসসকে জানান, সারাদেশে ১৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ২১ লাখ বইয়ের মুদ্রণ ও বাজারজাতকরণের অনুমোদন দেয়া হয়েছে। উচ্চমাধ্যমিক শ্রেণির এসব বই এনসিটিবি ন্যায্যমূল্যে বিতরণ করছে।
তিনি বলেন, গত ২০১৪Ñ১৫ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি এবং বাংলাদেশ মুদ্রণ সমিতির যৌথ সহোযোগিতায় এনসিটিবি ১৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে বইগুলো মুদ্রণ ও বাজারজাত করে আসছে।
বাসস/এএসজি/এসএস/১৫৩৫/আরজি