বাসস ক্রীড়া-১২ : এশিয়ান আরচ্যারীতে বাংলাদেশের ১৯ সদস্যের দল

239

বাসস ক্রীড়া-১২
আরচ্যারী-এশিয়া
এশিয়ান আরচ্যারীতে বাংলাদেশের ১৯ সদস্যের দল
ঢাকা, ১৯ নভেম্বর, ২০১৯ (বাসস) : থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় ২১তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপের জন্য ১৯ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন। ২১-২৯ নভেম্বর অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে অংশ নিতে আগামী বৃহস্পতিবার দুপুরে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এশিয়ান আরচ্যারী ও বাংলাদেশ দল সম্পর্কে অবহিত করেন ফেডারেশন কর্তারা।
বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল জানান, এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশে যাত্রা ২০০৯ সালে। ব্যংককে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতার মাধ্যমে নেপালের এসএ গেমসে আরচ্যারীর ফলাফল সম্পর্কে কিছুটা ধারনা পাওয়া যাবে। মূলত এসএ গেমসের প্রস্তুতি হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নশীপ বেশ সহায়ক হবে।
দেশের কৃতি আরচ্যার রোমান সানাকে বাংলাদেশের রিজার্ভ ফোর্সের অধিনায়ক হিসেবে অভিহিত করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক।
ব্যাংকক থেকে ফিরে এসএ গেমসে অংশ নিতে ৩ ডিসেম্বর নেপাল যাবে বাংলাদেশ আরচ্যারী দল।
এশিয়ান আরচ্যারীতে বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন রশিদুজ্জামান সেরনিয়াবাত।
প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক ছাড়াও কোচ হিসেবে আছেন, মোহাম্মদ জিয়াউল হক ও মোহাম্মদ হাসান।
এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশীপের জন্য বাংলাদেশ দল:
রিকার্ভ পুরুষ: রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ তামিমুল ইসলাম সাকিব মোল্লা।
রিকার্ভ মহিলা- ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা, বিউটি রায়, নাসরিন আক্তার।
কম্পাউন্ড পুরুষ: অসীম কুমার দাস, সোহেল রানা, সিয়াম সিদ্দিক, মোহাম্মদ আশিকুজ্জামান।
কম্পাউন্ড মহিলা- সুস্মিতা বনিক, বন্যা আক্তার, শ্যামলী রায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকি,কোচ মার্টিন ফ্রেডরিক, ফেডারেশন সহ- সভাপতি আনিসুর রহমান দিপু প্রমুখ।
বাসস/স্বব/১৯৪৫/এএমটি