সিরিয়া থেকে ছোঁড়া ৪টি রকেট ঠেকিয়ে দিয়েছে ইসরাইল

229

জেরুজালেম, ১৯ নভেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক): ইসরাইলের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিবেশি দেশ সিরিয়া থেকে মঙ্গলবার ছোঁড়া চারটি রকেট ঠেকিয়ে দিয়েছে। সামরিক সূত্র একথা জানায়। খবর এএফপি’র।
ইসরাইলি সামরিক বাহিনী আরো জানায়, ইসলামিক জিহাদ কমান্ডারের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর গাজা উপত্যকা থেকে গত সপ্তাহে ইসরাইলে প্রায় সাড়ে ৪শ’ বার রকেট হামলা চালানো হলেও সিরিয়া থেকে কোন রকেট হামলা চালানো হয়নি।