বাসস বিদেশ-৬ : ফ্রান্সে সেতু ভেঙে কিশোরী নিহত, কয়েকজন নিখোঁজ হওয়ার আশংকা

137

বাসস বিদেশ-৬
ফ্রান্স-সেতু
ফ্রান্সে সেতু ভেঙে কিশোরী নিহত, কয়েকজন নিখোঁজ হওয়ার আশংকা
তুলুজ (ফ্রান্স), ১৮ নভেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক) : ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সোমবার নদীর ওপর সেতু ভেঙে ১৫ বছরের এক কিশোরী প্রাণ হারিয়েছে। আরো কয়েকজনের নিখোঁজ হওয়ার আশংকা করা হচ্ছে। এছাড়া একটি গাড়ি, একটি ট্রাক ও আরো একটি যান সেতু থেকে উল্টে নদীতে পড়ে গেছে।
তুলুজ শহর থেকে ৩০ কিলোমিটার উত্তরে মিহোপো-সুক-তা ও বোজিয়ের সঙ্গে সংযোগস্থাপনকারী সেতুটি ভেঙে পড়ার পর চারজনকে উদ্ধার করা হয়েছে। তবে, আরো কয়েকজন নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় নিরাপত্তা প্রধান অতিন গাইও একথা বলেন।
তুলুজের প্রসিকিউটর দোমেনিক আলজিয়ারি বলেন, নদী থেকে কিশোরিটির লাশ তোলা হয়। তার মাকেও উদ্ধার করা হয়েছে।
গাইও সাংবাদিকদের বলেন, জীবিতদের উদ্ধারে ৪০ পুলিশসহ ৬০ জন কর্মী অংশ নিয়েছে। সম্ভবত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
তিনি বলেন, ১৯ টন ধারণক্ষমতা সম্পন্ন সেতুটি ১৯৩০ সালে নির্মিত। এটি নিয়মিতই পরীক্ষা করা হতো।
বাসস/জুনা/১৮২০/আরজি