নড়াইলে ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ ও উন্নয়ন চলছে

482

নড়াইল, ১৮ নভেম্বর, ২০১৯ (বাসস) : নড়াইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় তিন উপজেলায় ২৪০ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ ও উন্নয়ন কাজ চলছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সাড়ে তিন কোটি টাকা করে মোট ২১ কোটি টাকা ব্যয়ে শতদল মাধ্যমিক বিদ্যালয়,চাঁচড়া নওফেল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়,চাকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়,শেখহাটি-তপনবাগ মাধ্যমিক বিদ্যালয়,গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়, জেএমপি আলতাব মোল্যা মাধ্যমিক বিদ্যালয় এবং দু’কোটি ৮০ লাখ টাকা করে মোট ৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে কেডিএম মাধ্যমিক বিদ্যালয়, টাবরা নবকৃষ্ঞ মাধ্যমিক বিদ্যালয় ও ত্রিমোহনী মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মিত হচ্ছে। বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উর্দ্ধমূখী সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় এক কোটি ২৫ লাখ টাকা করে ব্যয়ে মোট ১০ কোটি টাকা ব্যয়ে রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, শিঙ্গাশোলপুর মাধ্যমিক বিদ্যালয়, আর কে কে জনতা মাধ্যমিক বিদ্যালয়, জে,এ চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়,দত্ত মাধ্যমিক বিদ্যালয়, লোহাগড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়,তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় ও শাহবাগ ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের উর্দ্ধমূখী সম্প্রসারণ করা হচ্ছে।
জেলা সদরের পোষ্ট গ্রাজুয়েট কলেজসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এক কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের একাডেমিক কাম পরীক্ষা কেন্দ্র ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ (চতুর্থ তলা), এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে বাণিজ্য ভবনের ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ (চতুর্থ ও পঞ্চমতলা) এবং এক কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে বিজ্ঞান ভবনের ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণের (তৃতীয়,চতুর্থ ও পঞ্চমতলা) কাজ চলমান রয়েছে।
সূূত্রে আরো জানা যায়, আইসিটি সুবিধাসহ নির্বাচিত বে-সরকারি কলেজ সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় দু’কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এসএমএ আহাদ কলেজ, এককোটি ২০ লাখ টাকা ব্যয়ে শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজ, এককোটি ২০ লাখ টাকা ব্যয়ে বীর প্রতীক হাবিবুল আলম কলেজের কাজ চলমান রয়েছে।এছাড়া এককোটি ২০ লাখ টাকা করে মোট ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ইতনা স্কুল এন্ড কলেজ, নবগঙ্গা ডিগ্রী কলেজ,আব্দুল হাই সিটি কলেজ ও আশার আলো কলেজের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন প্রকল্পের (সেসিপ) আওতায় ৭৫ লাখ টাকা ব্যয়ে মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়,৬৫ লাখ টাকা ব্যয়ে শাহবাগ ইউনাইটেড একাডেমি এবং ৫৫ লাখ টাকা ব্যয়ে জেলা শিক্ষা ভবনের আনুভূমিক সম্প্রসারণের কাজ চলমান রয়েছে।রাজস্ব বাজেটের আওতায় সরকারি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৭৫ লাখ টাকা ব্যয়ে এসএমএ আহাদ কলেজ, ৭৫ লাখ টাকা ব্যয়ে সম্মিলনী আদর্শ বিদ্যালয় ও ৭৫ লাখ টাকা ব্যয়ে মহাজন-ঘোষীবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ৬৫লাখ টাকা ব্যয়ে গোবরা পার্ব্বতী মাধ্যমিক বিদ্যাপীঠ, ৬৫লাখ টাকা ব্যয়ে নড়াইল ফাজিল মাদ্রাসা ও ৬৫লাখ টাকা ব্যয়ে মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কাজ চলমান রয়েছে।এছাড়া ৭৫ লাখ টাকা করে মোট ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়,চারিখাদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়,ইসলামাবাদ দাখিল মাদ্রাসা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় ও শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার বাবদ এক কোটি ৫০লাখ টাকা ব্যয়ে সরকারি ভিক্টোরিয়া কলেজ,সরকারি মহিলা কলেজ,নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি আব্দুস সালাম কলেজ ও কালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বে-সরকারি মাদ্রাসা সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় চারতলা বিশিষ্ট ১০টি মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণের জন্য মোট ২৫ কোটি টাকার নির্মাণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এর মধ্যে ৭টি মাদ্রাসার ভবন নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়েছে।বাকি ৩টি মাদ্রাসার ভবন নির্মাণের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।
নড়াইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো: আশরাফুল হক জানান,খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগের প্রতিটি বিভাগে একটি করে ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্পের আওতায় খুলনা বিভাগের নড়াইল জেলায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হবে। প্রাথমিকভাবে উক্ত নির্মাণ প্রকল্প বাবদ ১শ’৫০কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান ।