বান্দরবানের লামায় ভূমি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

159

বান্দরবান, ১৭ নভেম্বর ২০১৯ (বাসস): জেলার লামা উপজেলায় ভূমি সংক্রান্ত জটিলতা ও তা নিরসন প্রক্রিয়া এবং ভূমি সংক্রান্ত আইনের ওপর দু’দিনব্যাপী প্রশিক্ষণ আজ শুরু হয়েছে।
আজ রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় ।
স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) ‘উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প’র আওতায় এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় এ প্রশিক্ষন কর্মসূচি বাস্তবায়ন করছে।
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি।
সহকারী কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা, কানুনগো সেলিম মিয়া ও সার্ভেয়ার তনক চাকমা প্রশিক্ষণে ভূমি সংক্রান্ত জটিলতা, নিরসন প্রক্রিয়া ও আইন বিষয়ে বিস্তারিত ধারণা দেন।
প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের হেডম্যান, কারবারী ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।