বাসস ক্রীড়া-১৭ : তরুণ রুয়েলের বিধ্বংসী বোলিং

274

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-এনসিএল
তরুণ রুয়েলের বিধ্বংসী বোলিং
ঢাকা, ১৬ নভেম্বর, ২০১৯ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলমান আসরে ষষ্ঠ রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচের প্রথম দিনই বল হাতে বিধ্বংসী রূপ দেখালেন সিলেট বিভাগের হয়ে খেলতে নামা ১৮ বছর বয়সী বাঁ-হাতি পেসার রুয়েল মিয়া। বল হাতে ৮ উইকেট নিয়ে প্রথম দিনই চট্টগ্রাম বিভাগকে ১০৬ রানে অলআউট করে দিলেন রুয়েল। জবাবে দিন শেষে ৫ উইকেটে ১৮৬ রান করেছে সিলেট। ফলে ৫ উইকেট হাতে নিয়ে ৮০ রানে এগিয়ে সিলেট।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে বোলিং করতে নামে সিলেট। রুয়েলের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে চট্টগ্রামের ব্যাটসম্যানরা। তাই ৩৫ দশমিক ১ ওভারেই নিজেদের ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয় চট্টগ্রাম। ১৪ দশমিক ১ ওভার বল করে ২৬ রানে ৮ উইকেট নেন রুয়েল। প্রথম শ্রেনির ক্রিকেটে তৃতীয় ম্যাচ খেলতে নেমেই প্রথমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন রুয়েল। চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ২১ রান করে করেন তাসামুল হক ও অধিনায়ক-উইকেটরক্ষক ইরফান শুক্কুর।
চা-বিরতির আগে চট্টগ্রামের ইনিংস শেষ করে দিন শেষে ৪৮ ওভার ব্যাট করে সিলেট। প্রথম দিনই লিড নিয়ে নেয় তারা। দলের পক্ষে উইকেটরক্ষক অমিত হাসান ৫৫ রান করেন। চট্টগ্রাম বিভাগের ইরফান হোসেন ৭৬ রানে ৪ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
চট্টগ্রাম বিভাগ : ১০৬/১০, ৩৫.১ ওভার (তাসামুল ২১, ইরফান ২১, রুয়েল ৮/২৬)।
সিলেট বিভাগ : ১৮৬/৫, ৪৮ ওভার (অমিত ৫৫, কাপালি ৪১, ইরফান ৪/৭৬)।
বাসস/এএমটি/২০২২/স্বব