বাসস ক্রীড়া-১৬ : ফজলের সেঞ্চুরিতে ভালো অবস্থায় বরিশাল

251

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-এনসিএল
ফজলের সেঞ্চুরিতে ভালো অবস্থায় বরিশাল
ঢাকা, ১৬ নভেম্বর, ২০১৯ (বাসস) : বাঁ-হাতি ব্যাটসম্যান ফজলে মাহমুদের সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলমান আসরে ষষ্ঠ রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচের প্রথম দিন শেষে ভালো অবস্থায় বরিশাল বিভাগ। ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩৩৮ রান করেছে বরিশাল। ফজলে ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বরিশাল। দুই ওপেনার শাহরিয়ার নাফীস ও আবু সায়েম ৪০ রানের জুটি গড়েন। নাফীস ৪৪ ও সায়েম ১২ রান করে বিদায় নেন। এরপর মিডল-অর্ডারের তিন ব্যাটসম্যানও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তবে ষষ্ঠ উইকেটে ১২৮ রানের ফজলে ও সালমান। ফজলে সেঞ্চুরি তুলে ১৪৪ রানে আউট হন। তার ইনিংসে ১০টি চার ও ৮টি ছক্কা ছিলো। মইন খানকে নিয়ে দিন শেষ করেছেন সালমান। ৮টি চার ও ১টি ছক্কায় ১২২ বলে ৬৯ রানে অপরাজিত আছেন সালমান। মইনের ব্যাট থেকে এসেছে ৩৮ রান। ঢাকা মেট্রোর তাসকিন আহমেদ ও আসিফ হাসান ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
বরিশাল বিভাগ : ৩৩৮/৬, ৯০ ওভার (ফজলে ১৪১, সালমান ৬৯*, তাসকিন ২/৪০)।
বাসস/এএমটি/২০১৮/স্বব