বাসস ক্রীড়া-১৪ : সেঞ্চুরিতে প্রথম দিনের নায়ক শুভ

257

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-এনসিএল
সেঞ্চুরিতে প্রথম দিনের নায়ক শুভ
ঢাকা, ১৬ নভেম্বর, ২০১৯ (বাসস) : আজ থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডে প্রথম স্তরের ম্যাচের প্রথম দিন রাজশাহী বিভাগের বিপক্ষে সেঞ্চুরি করলেন রংপুর বিভাগের সোহরাওয়ার্দি শুভ। তার সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৮ উইকেটে ২৬৩ রান করেছে রংপুর। ১০৫ রানের নান্দনিক ইনিংস খেলেন শুভ।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় রাজশাহী। ব্যাট হাতে নেমে ১১ রানেই দুই ওপেনারকে হারায় রংপুর। তবে অধিনায়ক নাইম ইসলাম ও শুভ তৃতীয় উইকেটে জুটি বেঁধে শুরুর ধাক্কা সামাল দেন। নাইম ৪০ রানে আউট হলেও, আরিফুল হককে নিয়ে পঞ্চম উইকেটে ১১১ রানের জুটি গড়েন শুভ।
হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৫৭ রানে আউট হন আরিফুল। তবে অন্যপ্রান্ত দিয়ে সেঞ্চুরি তুলে নেন শুভ। দিনের ৭১তম ওভারের শেষ বলে আউট হয়ে যান শুভ। ১৫টি চারে ২১৭ বলে ১০৫ রান করেন শুভ। ২৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন তানবীর হায়দার ও রিসাদ হোসেন। রিসাদের রান ১। রাজশাহীর দেলোয়ার হোসেন ৫৫ রানে ৪ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
রংপুর বিভাগ : ২৬৩/৮, ৮৫ ওভার (শুভ ১০৫, আরিফুল ৫৭, দেলোয়ার ৪/৫৫)।
বাসস/এএমটি/২০০৫/স্বব