যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে নির্দেশনা জারি হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

609

সংসদ ভবন, ১৪ নভেম্বর, ২০১৯ (বাসস) : যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে কঠোর নির্দেশনা জারির বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে।
আজ সংসদে বিএনপি দলীয় সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের পক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে এর কার্যক্ষমতা হ্রাস পেয়েছে। এভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে পরে সংশ্লিষ্টরা আর চিকিৎসা নিতে পারছে না, মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সরকার বিষয়টি সুবিবেচনায় রেখেছে, কিভাবে অ্যান্টিবায়োটিক এর যত্রতত্র ব্যবহার রোধ করা যায়।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আশাকরি এরকম একটা কঠোরতা জারি করা হবে, যাতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক কাউকে না দেয়। অনেক হাতুড়ে ডাক্তার আছে যাদের কাছ থেকে প্রেসক্রিপশন লিখে নিয়ে আসে। কথায় কথায় অ্যান্টিবায়োটিক খাচ্ছে, যার জন্য প্রযোজ্য নয় সেও খাচ্ছে। কিন্তু নিজেকে ক্ষতিগ্রস্ত করছে। আশাকরি অল্প কিছুদিনের মধ্যে নির্দেশনা দিতে পারবো।’