বাজিস-২ : জলঢাকায় বজ্রপাতে ৯ শিক্ষার্থীসহ আহত ১০

355

বাজিস-২
নীলফামারী-বজ্রপাত-আহত
জলঢাকায় বজ্রপাতে ৯ শিক্ষার্থীসহ আহত ১০
নীলফামারী, ১ জুলাই, ২০১৮ (বাসস) : জেলার জলঢাকা উপজেলায় বজ্রপাতে একই বিদ্যালয়ের ৯ শিক্ষার্থী ও ১ জন কর্মচারীসহ ১০ জন আহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের রঙ্গেরবার এলাকায় এস.সি উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো : ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সুবানা (১১), রহিদা (১২), আলিফা (১১), রাবেয়া (১১), খাতিজা (১২), নাসরীন (১১), সপ্তম শ্রেণীর লিমা (১৩), রোমান ইসলাম (১৩) ও সীমা (১৩) ও কর্মচারী (চতুর্থ শ্রেণীর) লুৎফর রহমান (৪০)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন বলেন, সকাল ১০টা থেকে বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হয়। এসময় বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনায় ৯ শিক্ষার্থী ও ১ কর্মচারীসহ ১০ জন আহত হয়। আহতদের তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেবার্শীষ রায় বলেন, আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত ।
বাসস/সংবাদদাতা/১৮৪৫/-মরপা