সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক অনুষ্ঠিত

163

ঢাকা, ১৪ নভেম্বর, ২০১৯ (বাসস): একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে কমিটির সভাপতি মো: রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো: আব্দুস শহীদ, মো: আফছারুল আমীন, মো: শহীদুজ্জামান সরকার, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), ওয়াসিকা আয়েশা খান ও মো: জাহিদুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে রূপালী ব্যাংক লিমিটেড ও বেসিক ব্যাংক লিমিটেড ২০১২-১৩ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ২০১৩-১৪এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে সর্বমোট ৭টি আপত্তির বিষয়ে প্রশ্ন-উত্তর ও জেরা পর্ব অনুষ্ঠিত হয় এবং ৩টি আপত্তি নিষ্পত্তির বিষয়েও সিদ্ধান্ত হয়।
অনিষ্পন্ন আপত্তিগুলোর ক্ষেত্রে অনাদায়ী অর্থ আদায় এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
এছাড়া,নিবন্ধিত চাটার্ড একাউন্টেন্ট ফার্মের রূপালী ব্যাংক লিমিটেড ও বেসিক ব্যাংক লিমিটেড-এর সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বছরের স্থিতিপত্র,আয়-ব্যয় হিসাব ও লাভ-লোকসান হিসাব সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা হয়।
বৈঠকে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রূপালী ও বেসিক ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশি¬ষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।