বাজিস-৫ : জয়পুরহাটে সড়ক আইন বিষয়ে সচেতনতামূলক র‌্যালি

120

বাজিস-৫
জয়পুরহাট- র‌্যালি
জয়পুরহাটে সড়ক আইন বিষয়ে সচেতনতামূলক র‌্যালি
জয়পুরহাট, ১৪ নভেম্বর, ২০১৯ (বাসস), সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ে গণসচেতনতামূলক এক র‌্যালি বৃহস্পতিবার বেলা ১১টায় শহর প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ে যেয়েশেষ হয়।
জেলা পুলিশ বিভাগ ওই গণসচেতনতামূলক র‌্যালির আয়োজন করে। শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে র‌্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ে শেষ হয়। সড়কে দুূর্ঘটনা রোধে সচেতনতা মূলক বিভিন্ন ব্যানার ফেস্টুন ব্যবহার করা হয় র‌্যালিতে।
পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, ট্রাফিক পুলিশ পরিদর্শক জামিরুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা , পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ জনগণ র‌্যালিতে অংশগ্রহণ করেন ।
সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, এ জন্য পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে।
বাসস/সংবাদদাতা/১২-৫০/নূসী