নিজের রেকর্ডের পাশে পাওয়া এমবাপেকে পেলের অভিনন্দন

434

সোচি (রাশিয়া), ১ জুলাই, ২০১৮ (বাসস) : নিজের গড়া ৬০ বছরের বিশ্বকাপ রেকর্ডে ভাগ বসানোয় ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে।
১৯৫৮ সালে টিনএজ বয়সে বিশ্বকাপের আসরে পেলের জোড়া গোলের রেকর্ডে গতকাল ভাগ বসিয়েছেন এমবাপে। আর্জেন্টিনার বিপক্ষে নকআউট পর্বে জোড়া গোল আদায় করা এমবাপের বয়স ১৯ বছর ৬ মাস। পেলে ১৭বছর ৮মাস বয়সে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের টিনএইজ রেকর্ডটি গড়েছিলেন।
মোনাকো এবং প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে যথাক্রমে লীগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লীগে নিজেকে প্রমানের পর গতকাল শনিবার কাজানে বিশ্বমঞ্চে সুপার স্টার ফুটবলার হিসেবে নিজের আগমনী বার্তা ঘোষণা করলেন এমবাপে।
এই উদীয়মান তারকর দুই গোলে ভর করে ফ্রান্স আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। অভিনন্দন বার্তায় পেলে এমবাপের প্রতি নিজের সমর্থন অব্যহত রাখার ঘোষনা দিয়েছেন।