ডায়াবেটিস নিয়ন্ত্রণে জাতীয় কর্মপরিকল্পনা জরুরি

205

ঢাকা, ১৩ নভেম্বর, ২০১৯ (বাসস) : রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে জাতীয় কর্মপরিকল্পনা জরুরি। এটি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে রাষ্ট্র ও পরিবারের পাশাপাশি ব্যক্তির সচেতনতা প্রয়োজন।
তারা বলেন, সব বয়সের মানুষই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। প্রতিবছরই দ্বিগুণহারে বাড়ছে রোগীর সংখ্যা। সচেতনতার অভাবে অনেকেই এ রোগে আক্রান্ত হচ্ছে। তবে, সুশৃঙ্খল জীবনযাপন করলে রোগী নিজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে বলে উল্লেখ করেন বক্তারা।
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস : প্রেক্ষিত বাংলাদেশ; ডায়াবেটিসের ভয়াবহতা ও প্রতিরোধে করণীয়’-শীর্ষক সেমিনারে তারা এ কথা বলেন।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), ৭১ ফাউন্ডেশন ও ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট-এর যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
সংগঠনের চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ডায়াবেটিস গবেষক প্রফেসর মো. আবু সাঈদ, পবা’র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান, ডা. জেবুন নাহার প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, চিকিৎসক ডা. খালেদ শওকত আলী।