নিয়মিত কর প্রদান একজন সুনাগরিকের নৈতিক দায়িত্ব : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

265

ময়মনসিংহ, ১৩ নভেম্বর, ২০১৯ (বাসস) : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, নিয়মিত কর প্রদান একজন সুনাগরিকের নৈতিক দায়িত্ব। এই করের অর্থেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।
আজ ময়মনসিংহ জিমনেসিয়ামে জেলার সব কর অঞ্চল, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ২০১৮-১৯ কর বর্ষের আয়কর প্রদানকারী করদাতাদের সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনসাধারণের মধ্যে কর প্রদানের সচেতনতা বেড়েছে। এটা দেশের জন্য একটা ইতিবাচক দিক।
এই ক্ষেত্রে ব্যাপক প্রচার ও সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়ার জন্য কর কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তিনি।
এসময় প্রতিমন্ত্রী দেশের অর্থনৈতিক অগ্রগতিতে কর প্রদানের মাধ্যমে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
কর অঞ্চল ময়মনসিংহ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার কর কমিশনার মো. ফজলুর রহমান।
এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূইয়া, জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি’র হুমায়ূন কবির, দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এড. সাদিক হোসেন, ময়মনসিংহ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহসভাপতি শংকর সাহা প্রমুখ।
পরে, প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৭ জনসহ ৫টি জেলার মোট ৪২জনকে সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতা, মহিলা ও তরুণ করদাতাদের সম্মাননা ও সনদপত্র প্রদান করেন।