বাসস দেশ-৯ : বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত চলচ্চিত্র ও তথ্যচিত্র উপ-কমিটির সভা অনুষ্ঠিত

120

বাসস দেশ-৯
তথ্যচিত্র উপ-কমিটি-সভা
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত চলচ্চিত্র ও তথ্যচিত্র উপ-কমিটির সভা অনুষ্ঠিত
ঢাকা, ১৩ নভেম্বর, ২০১৯ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত চলচ্চিত্র ও তথ্যচিত্র উপ-কমিটির ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটএ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে খন্ড ভিডিও চিত্র নির্মাণ ও সম্প্রচারে সরকারি মঞ্জুরি প্রদান সম্পর্কে আলোচনা হয়।
এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালনের বিষয়েও সভায় আলোচনা হয়।
চলচ্চিত্র ও তথ্যচিত্র উপ-কমিটির আহবায়ক অভিনেতা সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, চলচ্চিত্র ও তথ্যচিত্র উপ-কমিটির সদস্য সচিব এবং তথ্য সচিব আবদুল মালেক, চিত্র নায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) এমপি, এম এ আলমগীর, পীযুষ বন্দোপাধ্যায়, রিয়াজ আহমেদ, ফিল্ম পরিচালক আহমেদ মুজতবা জামাল, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/বিএনএ/কেসি/১৬২৫/কেজিএ