বাসস দেশ-৩২ : মেঘনায় ডুবে যাওয়া ট্রলার থেকে ১০ জেলের লাশ উদ্ধার

503

বাসস দেশ-৩২
ভোলা-লাশ-উদ্ধার
মেঘনায় ডুবে যাওয়া ট্রলার থেকে ১০ জেলের লাশ উদ্ধার
ভোলা, ১১ নভেম্বর, ২০১৯ (বাসস) : জেলার উপজেলা সদরের ইলিশা এলাকার মেঘনা নদীতে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলার থেকে আরো ৯ জেলের লাশ উদ্ধার করেছে কোষ্টগার্ড। এর আগে গত রাতে নদীর মধ্যে থাকা অবস্থায় ডুবুরিদল একজনের মৃত দেহের খোঁজ পায়। আজ রাতে স্থানীয়দের সহায়তা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহীনির প্রচেষ্টায় ট্রলারটি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার রোকনদিয়া এলাকায় পাড়ে নিলে তার মধ্যে থেকে একে একে ৯ জেলের মৃতদেহ উদ্ধার হয়। তবে নিহতদের পরিচয় এখোনো পাওয়া যায়নি।
ভোলা কোষ্টগার্ড দক্ষিণ জোনের লে: মাহবুবুল আলম শাকিল বাসস’কে বলেন, মাছ ধরার ট্রলারটি চরফ্যাসন উপজেলার আব্দুল্লাহপুরের তোফায়েল মাঝির। রবিবার বেলা ১১টার দিকে চাদপুর থেকে মাছ বিক্রি করে চরফ্যাসনে ফেরার পথে ইলিশার জনতাবাজার খাল সংলগ্ন এলাকায় মেঘনায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি।
তিনি বলেন, খবর পেয়ে কোষ্টগার্ড সদস্যরা ১০ জনকে জীবিত উদ্ধার করে এবং রাতে ডুবে যাওয়া ট্রলারের মধ্যে ১ জেলের লাশ পায়। আজ ৪টি ট্রলারের সাহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি পাড়ে নিয়ে উল্টালে আরো ৯ জেলের লাশ পাওয়া যায়। এ নিয়ে মোট ১০ জনের লাশ উদ্ধার হলো।
বাসস/এইচএএম/১১৪৫/স্বব