বাসস দেশ-২৫ : সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে : আনিসুল হক

239

বাসস দেশ-২৫
আইনমন্ত্রী-তুরিন আফরোজ
সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে : আনিসুল হক
ঢাকা, ১১ নভেম্বর, ২০১৯ (বাসস) : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পেশাগত অসদাচারণের অভিযোগ সুনির্দিষ্ট ভাবে প্রমাণিত হওয়ায় একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তিনি (তুরিন) অপরাধীর সঙ্গে যে কথা বলেছেন তার রেকর্ড আমাদের কাছে আছে। সেখানে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তার গলা (কণ্ঠস্বর) প্রমাণিত হওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে এ ব্যবস্থা।’
আনিসুল বলেন, তুরিন আফরোজের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি একজন আসামির সাথে যে মামলা তিনি নিজে করছিলেন, তার সাথে আলাপ আলোচনা করতে গিয়েছিলেন। মামলার আলোচনা করার সময় এও বলেছিলেন এ মামলার কোনো সারবর্তা নেই।’
বাসস/বিকেডি/২০২০/-আসাচৌ