বাসস ক্রীড়া-২১ : লিড নিলো ঢাকা মেট্রো

240

বাসস ক্রীড়া-২১
ক্রিকেট-এনসিএল
লিড নিলো ঢাকা মেট্রো
ঢাকা, ১১ নভেম্বর, ২০১৯ (বাসস) : ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ২০৫ রানে এগিয়ে ঢাকা মেট্রো।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম ইনিংসে শামসুর রহমানের ১১৪ রানের সুবাদে ৮ উইকেটে ৩১১ রান করে ঢাকা মেট্রো। জবাবে উইকেটরক্ষক অমিত হাসানের ১২৫ রানের উপর ভর করে ৩৫১ রানে অলআউট হয় সিলেট। ফলে প্রথম ইনিংসে ৪০ রানের লিড পায় সিলেট।
৪০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারায় ঢাকা মেট্রো। এরপর ৯৩ রানের জুটি গড়েন ওপেনার আজমির আহমেদ ও শামসুর। শামসুর এবার ৩৭ রানে থামেন। তবে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন আজমির। ৪টি চার ও ৮টি ছক্কায় ১১৩ বলে ৮০ রান করেন তিনি।
পাঁচ নম্বরে নেমে ৫ রানের বেশি করতে পারেননি আল-আমিন। তবে উইকেটরক্ষক জাবিদ হোসেনকে নিয়ে দিনের খেলা শেষ করেন অধিনায়ক মার্শাল আইয়ুব। ৬টি চারে মার্শাল ১৩৭ বলে ৭৩ রানে অপরাজিত আছেন। জাবিদের সংগ্রহ ১৯ রান। সিলেটের এনামুল হক জুনিয়র ২ উইকেট নিয়েছেন।
বাসস/এএমটি/২০১৫/স্বব