চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৭০ পিস স্বর্ণের বার উদ্ধার ॥ আটক ১

299

চট্টগ্রাম, ১১ নভেম্বর, ২০১৯ (বাসস): চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আখতারুজ্জামান খাঁন (৩২) নামে এক যাত্রীর কাছ থেকে ৭০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন আট কেজি ২০০গ্রাম।
বিমানন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আখতারুজ্জামান আজ সোমবার সকাল ১১টায় আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে শাহ আমানত বিমান বন্দরে অবতরণ করেন। পরে কাস্টমস কর্মকর্তারা তাকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশী করলে এসব স্বর্ণবার উদ্ধার হয়।তিনি চার্জার লাইটের ব্যাটারী রাখার জায়গায় স্বর্ণেরবারগুলো লুকিয়ে রেখেছিলেন। ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণ জব্দের পর তাকে কাস্টমস হেফাজতে রাখা হয়েছে।
তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন। আটক ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় বলে জানাগেছে।