বাসস দেশ-১৮ : জেএসসি’র ‘বিজ্ঞান’ পরীক্ষা বুধবার ও ‘গণিত’ পরীক্ষা বৃহস্পতিবার

134

বাসস দেশ-১৮
জেএসসি-জেডিসি-পরীক্ষা
জেএসসি’র ‘বিজ্ঞান’ পরীক্ষা বুধবার ও ‘গণিত’ পরীক্ষা বৃহস্পতিবার
ঢাকা, ১১ নভেম্বর, ২০১৯ (বাসস) : ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট ‘জেএসসি’র সোমবারের স্থগিত ঘোষিত বিজ্ঞান পরীক্ষা আগামী বুধবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।
আর পুননির্ধারিত সোমবারের পুনঃস্থগিত ‘গণিত’ পরীক্ষা আগামী ১৪ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।
অপরদিকে জেডিসি’র আগামীকালের পরীক্ষা আগামী ১৫ নভেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। আর জেডিসি’র ১১ নভেম্বরের পরীক্ষাটি আগামী ১৬ নভেম্বও অনুষ্ঠিত হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক রোববার রাতে টেলিফোনে পরীক্ষা পেছানো ও পরিবর্তিত সময়সূচির বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
মু. জিয়াউল হক জানান, শনিবারের জেএসসি’র গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল ১২ নভেম্বর। সেটি আবার পিছিয়ে ১৪ নভেম্বর করা হয়েছে। আর শনিবারের জেডিসি পরীক্ষাটির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।
তিনি বলেন, গত ১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছানো হয়। ১১ নভেম্বরের জেএসসি বিজ্ঞান পরীক্ষাটি হবে ১৩ নভেম্বর। আর জেডিসি পরীক্ষাটি হবে ১৬ নভেম্বর।
বাসস/জেডআরএম/১৮০০/এসই